দুর্গাপূজা উপলক্ষে ভারতে গেল ৫৩৩ টন ইলিশ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ১১ চালানে ভারতে রপ্তানি হয়েছে মাত্র ৫৩৩ টন ইলিশ। যদিও বাংলাদেশ সরকার পূজা উপলক্ষে ভারতে ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিল। গতকাল শনিবার রাত ১০টার দিকে ১১ ট্রাকে ৩৬ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এ নিয়ে ১১ চালানে পাঁচ লাখ ৩৩ হাজার কেজি অর্থাৎ ৫৩৩ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। যা রপ্তানির অনুমোদন পাওয়া ইলিশের মাত্র ২২ শতাংশ।
বন্দর সূত্রে জানা যায়, ২০টি রপ্তানিকারক প্রতিষ্ঠান ১৬৮টি ট্রাকে করে পেট্রাপোল বন্দরে ভারতে ৫৩৩ টন ইলিশের চালান পাঠিয়েছে। প্রতি কেজি ইলিশ রপ্তানি মূল্য ধরা হয়েছে ১০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ১৮০ টাকা। গতকাল শনিবার বেনাপোল মাছ বাজারে এক কেজির নিচে ইলিশ বিক্রি হয়েছে ১২০০ থেকে ১৩০০ টাকায়। এক কেজি বেশি ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১৮০০ থেকে ২০০০ টাকায়।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, ১২ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল। শেষ দিনে গতকাল ১১টি ট্রাকে ৩৬ টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এ নিয়ে মোট ১১ চালানে ভারতে ইলিশ রপ্তানি হয়েছে ৫৩৩ টন।