প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪ ১৫:১০

চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৪.৫ শতাংশ : আইএমএফ

অনলাইন ডেস্ক
চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হতে পারে ৪.৫ শতাংশ : আইএমএফ

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বিশ্বব্যাংকের পর এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) কমার আভাস দিয়েছে। সংস্থাটির তথ্যমতে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশ হতে পারে। 

গতকাল মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনে এমন প্রাক্কলন করেছে আইএমএফ। প্রতি বছর এপ্রিল ও অক্টোবরে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করে সংস্থাটি।

আইএমএফ বলেছে, রাজনৈতিক অনিশ্চয়তা ও সাম্প্রতিক বন্যার কারণে চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশে নেমে আসবে। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে উদ্বেগজনক সূচক মূল্যস্ফীতি নিয়ে আরও উদ্বেগের কথা জানিয়েছে আইএমএফ। 

চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আইএমএফের আগের পূর্বাভাস ছিল ৬ দশমিক ৬ শতাংশ। তবে মূল্যস্ফীতি আগেও ৯ দশমিক ৭ শতাংশ হবে বলে জানিয়েছিল সংস্থাটি। 

সর্বশেষ আউটলুকে বলা হয়, ২০২৪ ও ২০২৫ সালে বিশ্বের জিডিপির প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশে স্থির থাকবে। আর ২০২৫ সালের পর বৈশ্বিক সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়াবে ৩ দশমিক ৫ শতাংশে। 

জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাসের তথ্য উল্লেখ ছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে অবশ্য বাংলাদেশ নিয়ে আলাদা কোনো পর্যালোচনা বা বিশ্লেষণ নেই।

উপরে