প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৪ ১৪:১৪

বদলে গেল দেশের ৬ সরকারি মেডিকেল কলেজের নাম

অনলাইন ডেস্ক
বদলে গেল দেশের ৬ সরকারি মেডিকেল কলেজের নাম

 

 

দেশের ৬টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে সংশ্লিষ্ট জেলার নামে নামকরণ করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে ।

 

 

প্রজ্ঞাপন অনুযায়ী,কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জের বর্তমান নাম ‘মানিকগঞ্জ মেডিকেল কলেজ’, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালীর বর্তমান নাম ‘নোয়াখালী মেডিকেল কলেজ’, শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুরের বর্তমান নাম ‘জামালপুর মেডিকেল কলেজ’, শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইলের বর্তমান নাম ‘টাঙ্গাইল মেডিকেল কলেজ’।

 

 

এছাড়াও, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুরের বর্তমান নাম ‘ফরিদপুর মেডিকেল কলেজ’। এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, এবং  দিনাজপুরের বর্তমান নাম ‘দিনাজপুর মেডিকেল কলেজ’।

 
Loaded13.24%
 
Remaining Time 10:37

প্রজ্ঞাপন অনুযায়ী,কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জের বর্তমান নাম ‘মানিকগঞ্জ মেডিকেল কলেজ’, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালীর বর্তমান নাম ‘নোয়াখালী মেডিকেল কলেজ’, শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুরের বর্তমান নাম ‘জামালপুর মেডিকেল কলেজ’, শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইলের বর্তমান নাম ‘টাঙ্গাইল মেডিকেল কলেজ’।

আরও পড়ুন: সকালের নাশতায় পরোটা স্বাস্থ্যকর নাকি ক্ষতিকর, বিশেষজ্ঞের পরামর্শ 

 

 

এছাড়াও, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুরের বর্তমান নাম ‘ফরিদপুর মেডিকেল কলেজ’। এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, এবং  দিনাজপুরের বর্তমান নাম ‘দিনাজপুর মেডিকেল কলেজ’।

উপরে