প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২৪ ২১:৪১

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

অনলাইন ডেস্ক
কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার  আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ফরিদপুরে বিএনপির বিভাগীয় কর্মশালায় এ আহবান জানান তিনি।

বিএনপি সব পর্যায়ে জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চায় মন্তব্য করে তারেক রহমান বলেন, শুধু প্রধানমন্ত্রী নয়, বিএনপি সব পর্যায়ে জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চায়।

এদিকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে ভারতের নানা অপপ্রচারের সমালোচনা করেন বিএনপি নেতারা। বলেন, ৩১ দফার অর্জন তখনই বাস্তবায়ন করা যাবে যখন জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যাবে। শুধু আলোচনা সভায় নয়, প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে।

জনগণের আস্থা অর্জন করতে হলে সবাই মিলে চেষ্টা করতে হবে। বিএনপির প্রতি জনগণের যে আস্থা রয়েছে তা ধরে রাখতে হবে।

উপরে