প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৪ ১৬:০২

গণহত্যায় জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
গণহত্যায় জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণহত্যার সাথে যারা জড়িত এবং যারা সন্ত্রাসবাদ করেছে তাদেরকে বিএনপিতে নেওয়া হবে না। এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা অনুযায়ী বিএনপির প্রতিটি সেক্টরের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে তার নিজ জেলা ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্তরে জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আমাদের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া আছে যারা সন্ত্রাসী ও গণহত্যার সাথে জড়িত হয়েছিল তাদের কাউকেই বিএনপিতে নেওয়া হবে না।” 

এ সময় দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “জনগণের শাসনকে স্থাপন করতে হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এছাড়া আর অন্যকোনো উপায় আছে বলে আমার জানা নেই। আমি জানি সকল প্রতিষ্ঠানগুলোতে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় তাহলে এটাই হবে সব থেকে বড় রক্ষাকবজ।”  

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, দফতর সম্পাদক মামুনুর রশিদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠুসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উপরে