প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৪ ১৯:২৩

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার

অনলাইন ডেস্ক
পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলন প্রত্যাহার করে আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কাজে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। ভাতা বৃদ্ধির দাবিতে এ আন্দোলন করছিলেন তারা।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের মুখপাত্র ডা. জাবির।

তিনি বলেছেন, “জানুয়ারি থেকে ৩০ হাজার এবং জুলাই থেকে ৩৫ হাজার টাকা বেতনের প্রস্তাব মেনে নিয়েছেন তারা (সরকার)।” যদি জুলাইয়ে ৩৫ হাজার টাকা বেতন মানা না হয়, তখন আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, জানুয়ারি থেকে ৩০ হাজার টাকা ভাতা পাবেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। আগামী জুলাই থেকে ৩৫ হাজার টাকা করে ভাতা পাবেন তারা। 

সোমবার (৩০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপ-সচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

উপরে