জনরায়ে যাদের ভয়, তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে: তারেক রহমান
জনগণের রায়কে যারা ভয় করে তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
তারেক রহমান বলেন, ‘‘যারা জনগণের রায়ের মুখোমুখী হতে ভয় পায় এবং যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে, তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে।’’
তবে এমন পরিস্থিতিতে ধৈর্য না হারিয়ে জনগণকে মানসিকভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
বর্তমান পরিস্থিতিতে দলের নেতাকর্মীদেরও কোনো অপপ্রচারে কান না দিতে আহ্বান জানান তিনি।
একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব অভিযোগ করেন, বিএনপি ও তার নেতাকে দূরে সরিয়ে রাখতে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। কোনোভাবে দেশের মানুষ সেই চক্রান্ত সফল হতে দেবে না।