‘চব্বিশের গণঅভ্যুত্থানের’ স্বীকৃতি সংবিধানে দিতে হবে: সারজিস
মহান মুক্তিযুদ্ধের মতো চব্বিশের গণঅভ্যুত্থানকে দেশের সংবিধানে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
তিনি বলেন, ‘‘১৯৭১ সালকে যেভাবে সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে, ঠিক ওই রকমভাবেই ২৪ এর ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানকে সংবিধানে সম্মানের সহিত স্বীকৃতি দিতে হবে।’’
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে নরসিংদীতে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের’ পক্ষে জনমত তৈরি করতে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। সারজিস আলম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠকের দায়িত্বে রয়েছেন।
সারজিস আলম বলেন, ‘‘ছাত্র আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে, এটা সবাইকে জানতে হবে। জুলুম, অন্যায়ের বিরুদ্ধে যেভাবে ছাত্র সমাজ রুখে দাঁড়িয়েছে, সেটা ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে।’’
তিনি বলেন, ‘‘বিগত সময়ে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশকে পঙ্গু করে দিয়ে গিয়েছে। চারিদিকে বিশৃঙ্খলা, চাঁদাবাজি, বিভিন্ন অন্যায় তৈরি হয়েছে কিন্তু তরুণ প্রজন্ম এটা এ রকম হতে দেবে না। নতুন উদ্যোমে নতুন বাংলাদেশ গঠন করবে তরুণ প্রজন্ম।’’
‘ঘোষণাপত্র সপ্তাহ’ উপলক্ষে নরসিংদী জেলায় বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সকাল ১১টায় ইটাখোলা থেকে লিফলেট বিতরণ শুরু হয়ে নরসিংদী সদরের ভেলানগর, জেলখামোড়, মাধবদীর বিভিন্নস্থানে বিতরণ করা হয়।
এ সময় সারজিস আলম বলেন, ‘‘সকাল থেকে নরসিংদী বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছি। বুধবার (৮ জানুয়ারি) থেকে ১৪ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত ৭ দিন দেশজুড়ে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করা হবে। এ ৭ দিন আমরা বিভিন্ন জেলায় ভাগ করে জনসংযোগ করব।’’
দিন অনুযায়ী জেলাভিত্তিক জনসংযোগ চালানোর জন্য ভাগ করা হয়েছে। ঢাকা মহানগরে সপ্তাহজুড়ে জনসংযোগ চলমান থাকবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতা-কর্মীরা সূচি মেনে লিফলেট বিতরণ ও জনসংযোগ পরিচালনা করবে। কেন্দ্রীয় নেতারাও এ সূচি মেনে যুক্ত হবে।