প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৫ ১৭:১৬

আ. লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না: মাহফুজ

অনলাইন ডেস্ক
আ. লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না: মাহফুজ

অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, “অচিরেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনে বিএনপি জামায়াতসহ অন্য সংগঠনগুলো একটি পজেটিভ প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। তবে, যারা আসবে এরা সবাই বাংলাদেশপন্থি। কোনোভাবেই ফ্যাসিবাদ আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না।”

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় তিনি এসব কথা বলেন। নিজ জেলা লক্ষ্মীপুরের রামগঞ্জে যাওয়ার পথে হাজিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এসময় উপদেষ্টাকে শুভেচ্ছা জানানো হয়।

মাহফুজ আলম বলেন, “শেখ মুজিব ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠা করে গণতন্ত্র নস্যাৎ করার প্রচেষ্টা করেছিলেন। ওই সময়ে কয়েকটি বাদে সব পত্রিকাকে শেখ মুজিব বন্ধ করেছিলেন। তার সেই বাকশাল মতপ্রকাশের স্বাধীনতাকে লুণ্ঠিত করেছিল। বাকশাল প্রতিষ্ঠার পূর্ববর্তী সময়ে শেখ মুজিব তার বিরোধী কয়েক হাজার নেতাকে গুম-খুন করেন। তার নেতৃত্বাধীন আওয়ামী লীগের ওই সময়ের নেতারা হাজার হাজার মা-বোনদের ধর্ষণ করেছিল। তাই মুজিববাদ ও হাসিনাবাদীদের আর এই বাংলাদেশে ঠাঁই হবে না। এদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না।”

তিনি আরো বলেন, “হাসিনা যেসব প্রতিষ্ঠানের ওপর ভর করে টিকে ছিল তার সংস্কার চলছে। ওগুলো সংস্কার না করলে হাসিনা ফিরে আসলে আবারো ফ্যাসিবাদ তৈরি হবে। তাই এই সরকার অগ্রাধিকার ভিত্তিতে আওয়ামী লীগের শাসনামলের সব গুম, খুন, হত্যা ও ধর্ষণের বিচার করছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশপন্থিদের নিয়ে নির্বাচনের ব্যবস্থা করা হবে। তার মাধ্যমে ইনসাফমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা হবে এবং এ জন্যই নূন্যতম সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে।”

উপরে