এখনো সাতশোর বেশি বন্দি পলাতক: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় যেসব আসামি পালিয়ে গিয়েছিল জেল থেকে, তাদের অধিকাংশকে ফিরিয়ে আনা গেছে। তবে এখনো ৭ শতাধিক বন্দি ধরা পড়েনি। তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।’’
রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ‘জরুরি সেবা হট লাইন’ উদ্বোধন অনুষ্ঠান শেষ তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘‘গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন কারাগার থেকে ২২০০-এর বেশি আসামি পালিয়েছিল। এর মধ্যে ১ হাজার ৫০০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ৭০০ আসামি ধরা সম্ভব হয়নি। তবে তাদের ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। যেসব শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বাইরে আছেন, তাদের আবার আইনের আওতায় আনা হবে। পাশাপাশি দেশে এখন চুরি, ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। সেটা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে পুলিশ।’’
জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশব্যাপী সহিংসতা ও সরকার পতনের উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের কয়েকটি কারাগারে বিশৃঙ্খলা-বিদ্রোহ করেন বন্দিরা। বাইরে থেকে কোনো কোনো কারাগারে চালানো হয় হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ। এই পরিস্থিতিতে কারাগারগুলো থেকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত বন্দিসহ বিচারাধীন মামলায় ২২ বন্দি পালিয়ে যায়।
শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে ১১ জন, ৭০ জন জঙ্গি ও মৃত্যুদণ্ড ও শীর্ষ সন্ত্রাসী রয়েছে। যাদের গ্রেপ্তার করতে পুলিশের পাশাপাশি সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।