প্রকাশিত : ২ ফেব্রুয়ারী, ২০২৫ ১৬:১৯

নির্ভুলভাবে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে: ইসি সানাউল্লাহ

অনলাইন ডেস্ক
নির্ভুলভাবে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, “ইতোপূর্বে ভোটার তালিকার তথ্য ভুলভাবে প্রকাশিত হওয়ায় জনগণকে প্রতিটি ক্ষেত্র‍ে ভোগান্তির শিকার হতে হচ্ছে। আগামীতে জাতিকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া এই কমিশনের লক্ষ্য। তাই ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে যাতে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ ও প্রকাশ করা যায়, সেজন্য কাজ চলছে।”

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ উপলক্ষে তথ্য সংগ্রকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে এই সভার আয়োজন করা হয়। 

নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক ঐক্যমত প্রক্রিয়ার বিষয়। নির্বাচন কমিশনের বিষয় নয়। তফসিল ঘোষণা পর নিবন্ধিত রাজনৈতিক দল থাকলে তখন সে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এসময় নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়ালের সভাপতিত্বে পুলিশ সুপার সফিউল সারোয়ার, নওগাঁ পৌরসভার প্রশাসক টি.এম.এ মমিন ও জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিবসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপরে