নামাজ পড়তে গিয়ে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ

মতিঝিল জনতা ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মুশফিকুর রহমান নান্নু (৫৮) নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) নামাজ পড়তে গিয়ে তিনি আর বাসায় ফিরে আসেননি। তার পরিবার এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
নিখোঁজ মুশফিকুর রহমানের ছোট ভাই মো. জিয়াউর রহমান শনিবার (৫ জুলাই) খিলক্ষেত থানায় জিডি করেন।
তিনি জানান, গতকাল শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে বাসা থেকে জুমার নামাজ পড়ার উদ্দ্যেশে বের হন তার বড় ভাই মুশফিকুর রহমান নান্নু। সিসি ক্যামেরায় দেখা যায় তার ভাই পাশের মসজিদে না গিয়ে রিকশায় উঠেছেন। কিন্তু নামাজ শেষ হয়ে গেলেও তিনি আর বাসায় ফিরে আসেননি। মোবাইলও সঙ্গে নিয়ে যাননি তিনি।
অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান না পেয়ে আজ শনিবার খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।
নিখোঁজের বিষয়টি তদন্ত করছেন খিলক্ষেত থানার এসআই সালাহ উদ্দিন রাসেল। জানতে চাইলে তিনি বলেন, নামাজ পড়ার কথা থাকলেও তিনি একটি রিকশা নিয়ে খিলক্ষেত বাজারের দিকে গেছেন, দেখা গেছে সিসি ক্যামেরায়। বাজারের আশেপাশের সিসি ক্যামেরা দেখা হচ্ছে।