প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২০ ২২:৫৯

সরকার সমবায়ীদের স্বার্থ সংরক্ষনে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছেন

প্রেস বিজ্ঞপ্তি
সরকার সমবায়ীদের স্বার্থ সংরক্ষনে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছেন

বগুড়া সমবায় ব্যাংক লিঃ এর চেয়ারম্যান আমিনুল ইসলাম ডাবলু বলেছেন, দারিদ্রতা দূরীকরনে সমবায় সমিতিগুলোর কার্যক্রম গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। বেকারত্ব দূরীকরণ ও আর্থ সামাজিক উন্নয়নে সকলকে একসাথে কাজ করতে হবে। বর্তমান সরকার সমবায়ীদের স্বার্থ সংরক্ষনে বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছেন। সমবায় সমিতির কার্যক্রম আরো গতিশীল করতে বিভিন্ন কর্মসুচি গ্রহন ও বাস্তবায়ন করছে। সরকারের গৃহিত উদ্যোগ সফল করতে হবে।

তিনি বলেন, সমবায় সমিতি সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করতে পারে। সমবায়ী বাজার ব্যবস্থার মাধ্যমে মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ব রোধ করে তার সুফল কৃষকের ঘরে পৌছে দেয়া সম্ভব। সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সফল করতে সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে উদ্যোগ গ্রহন করার আহবান জানান তিনি।

তিনি বৃহস্পতিবার বেলা ১১ টায় বগুড়া সমবায় ব্যাংক লিমিটেড এর বার্ষিক সাধারন সভায় সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন। সাতমাথাস্থ্য ব্যাংক ভবনে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মাসুদ পারভেজ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ব্যাংকের পরিচালক আবুল কাশেম ফকির, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আতিকুর রহমান মুন, সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার, পরিচালক আব্দুল হান্নান, গোলাম ফারুক, বদিউজ্জামান বাদশা, ওবায়দুর রহমান, মির্জা জাকির হোসেন সহ বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিবৃন্দ।

 

উপরে