প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৩৬

কাহালুতে “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক” আলোচনা সভা ও লোকসঙ্গীতানুষ্ঠান

কাহালু (বগুড়া) প্রতিনিধি
কাহালুতে “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক” আলোচনা সভা ও লোকসঙ্গীতানুষ্ঠান

গণযোগাযোগ অধিদপ্তরের অধীন বগুড়া জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার বগুড়ার কাহালু উপজেলার শীতলাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক” প্রচার কার্যক্রমের আওতায় এক আলোচনা সভা ও লোকসঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও লোকসঙ্গীতানুষ্ঠান এর সভাপতিত্ব করেন বগুড়ার সিনিয়র তথ্য অফিসার মো.মজিবর রহমান। উক্ত আলোচনা সভা ও লোকসঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়ার সহকারী তথ্য অফিসার মোছাঃ সাবিহা আকতার লাকী, জুলফিকার মোঃ আব্দুর রউফ, শীতলাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মাসুদা খানম, সহকারী শিক্ষক, মুন্নুজান সিদ্দিকা, মোক্তার আলী, মনোয়ারা খাতুন প্রমূখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে এক লোকসঙ্গীতানুষ্ঠানে অনুষ্ঠিত হয়।

 

উপরে