প্রকাশিত : ১২ মার্চ, ২০২০ ১৩:১০

রাণীনগরের স্থল দূর্গামন্দির অঙ্গনে মহানাম যজ্ঞানুষ্ঠান আজ থেকে শুরু

ষ্টাফ রিপোর্টার
রাণীনগরের স্থল দূর্গামন্দির অঙ্গনে মহানাম যজ্ঞানুষ্ঠান আজ থেকে শুরু

নওগাঁর রাণীনগর উপজেলার ৭নং একডালা ইউনিয়নের স্থল দূর্গামন্দির অঙ্গনে আজ বৃহস্পতিবার ভোর থেকে ১৬প্রহর (২দিন) ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে।

বুধবার সন্ধ্যায় শ্রীমদ্ভগবদ গীতা পাঠ ও অধিবাস কির্তন মঙ্গলঘট স্থাপনের মধ্যে দিয়ে মহানাম যজ্ঞনুষ্ঠান শুরু হয় এবং আগামী ১৪মার্চ শনিবার শ্রীশ্রীমন্মহাপ্রভুর ভোগ ও ভোগ অন্তে মহাপ্রসাদ বিতরণের মধ্যে দিয়ে এঅনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। প্রতি বছরের ন্যায় এবছরেও দেশ মাতৃকার মঙ্গল কামনায় বিশ্ব শান্তি কল্পে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠান।

এ আসরে এবার মহানাম যজ্ঞানুষ্ঠানে কির্তন পরিবেশন করবেন, নব রীতা সম্প্রদায় পঞ্চগড়, কৃষ্ণসুদামা সম্প্রদায় মাগুড়া, ভাই ভাই সম্প্রদায় রাজশাহী, লক্ষ্মী রাণী সম্প্রদায় বগুড়া, নব জাগরণ সম্প্রদায় কালীগঞ্জ সিংড়া ও ব্রজরাখাল সম্প্রদায় স্বাগতিক। ইতিমধ্যে উৎসব অঙ্গনে আলোক সজ্জায় সজ্জিত করাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবিষয়ে স্থল হরিবাসর উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক সুদর্শন কর্মকার জানান, এবারে আমরা ৯ম তম অধিবেশনের অনুষ্ঠান করছি এবং সকলের সার্বিক সহযোগীতা কামনা করছি।

উপরে