প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০ ১৩:০৬

গণতন্ত্র পুনঃ উদ্ধারে তৃর্ণমুল থেকে নেতৃত্ব গড়ে তুলতে হবে: এম পি সিরাজ

কাহালু (বগুড়া) প্রতিনিধি
গণতন্ত্র পুনঃ উদ্ধারে তৃর্ণমুল থেকে নেতৃত্ব গড়ে তুলতে হবে: এম পি সিরাজ

বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, গণতন্ত্র পুনঃ উদ্ধারে তৃর্ণমুলথেকে নেতৃত্ব গড়ে তুলতে হবে। দেশে আজ গণতন্ত্র নেই। ক্ষমতাসীন সরকার গণতন্ত্রকে ধ্বংস করে ফেলেছে। অন্যায় ভাবে মিথ্যা মামলায় বর্তমান সরকার বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছেন। বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরে আনার জন্য তৃর্ণমুল পর্যায়ের নেতাকর্মীদেরকে আরও সু-সংগঠিত হতে হবে। আগামী দিনে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইন্শা আল্লাহ।

শুক্রবার বগুড়ার কাহালুর ধানপুজা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তালোড়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন তালোড়া পৌর বিএনপির আহবায়ক আনোয়ারুল ইসলাম (বাবু)।

বগুড়া জেলা বিএনপির সদস্য তাহা উদ্দিন নাইন এর সঞ্চালনায় উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জিয়া শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডঃ এ কে এম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপির সদস্য আলহাজ্ব এ কে এম রেজাউল করিম (বাদশা), আলহাজ্ব আলী আজগর তালুকদার হেনা, এম আর হোসেন (স্বাধীন), হামিদুল হক (হিরু)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সদস্য মীর শাহ আলম, কে এম খায়রুল বাশার, মাফতুল আহম্মেদ খান (রুবেল), জেলা মহিলাদলের নেত্রী নাজমা আকতার, দুপচাঁচিয়া েেপৗরসভার মেয়র  মো. জাহাঙ্গীর আলম, জেলা যুবদলনেতা খাদেমুল ইসলাম (খাদেম), জেলা স্বেচ্ছাসেবকদলনেতা মাজেদুল ইসলাম (শাহীন), সরকার মুকুল, জেলা ছাত্রদলনেতা লিগ্যান প্রমূখ। তালোড়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হন তালোড়া পৌরসভার খন্দকার মো. আব্দুল জলিল।

তালোড়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ইমরান হোসেন রিপু ও সাংগঠনিক সম্পাদক পদে কাজল নির্বাচিত হন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৪ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে।

 

উপরে