বগুড়া ১৭ নং ওয়ার্ডের ১৫০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিলেন কাউন্সিলর মেজবাহুল হামিদ
করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়েপড়া বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের ১৫০০ খেটে খাওয়া, দিনমজুর, দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে ওয়ার্ড কাউন্সিলর মেজবাহুল হামিদ। ব্যক্তিগত উদ্যোগে তিনি এই খাদ্য সহায়তার কার্যক্রম শুরু করেছেন।
শনিবার সারাদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তিনি এগুলো বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, আলু।
পৌরসভার ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মেজবাহুল হামিদ জানান, করোনা ভাইরাসের কারনে সরকারের আহবানে সাড়া দিয়ে বগুড়ার মানুষ ঘরেই অবস্থান করছে। এতেকরে অনেকেই কর্মহীন হয়ে পড়েছে। তাদের কষ্টের কথা মাথায় রেখে ওয়ার্ডের ১৫০০ মানুষের মাঝে চাল, ডাল, আলু বিতরণ করছি। তিনি বলেন, এই ১৭ নং ওয়ার্ডে সাড়ে ১৫ হাজার ভোটার রয়েছে। এদের মধ্যে অনেকেই বিভিন্ন ভাতাভোগী রয়েছে। এই জনগোষ্ঠির জন্য এখন পর্যন্ত পৌরসভা থেকে কোন সহযোগিতা পাওয়া যায়নি। তাই নিজস্ব অর্থায়নে ওয়ার্ডের জনগনের জন্য এই খাদ্য সহযোগিতা কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে এই সহযোগিতা আরো বাড়ানোর ইচ্ছা আছে।
তিনি করোনা ভাইরাসের বিস্তার রোধে সবাইকে ঘরে থাকার আহবান জানিয়ে সমাজের সামর্থবানদের কর্মহীন হয়েপড়া মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান। আর আমার ওয়াডের্র মোজাম নগরের পাশে যে মানব বন্ধন হয়েছে তা উদ্দেশ্য প্রনিত, আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এটা করছে।