বগুড়ায় ১৭নং ওয়ার্ডে খাদ্য সামগ্রী কর্মহীনদের মাঝে বিতরন

বৃহস্পতিবার বগুড়ায় ১৭নং ওয়ার্ডে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসক কার্যালয় থেকে বরাদ্দকৃত মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার চাল ও আলু নিম্ন আয় মানুষের মাঝে বিতরন করা হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরের দেশে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসক কার্যালয় থেকে বরাদ্দকৃত মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার চাল ও আলু অত্র ১৭নং ওয়ার্ডের গরীব, দিন মজুর, হোটেল শ্রমিক, অসহায়,দুস্থ্য মানুষের মধ্যে সরকারি বিধি মোতাবেক বিনামূল্যে ১০ কেজি চাল ও ৩ কেজি ৫০০ গ্রাম আলু বিতরন উদ্বোধন করেন বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মেজবাহুল হামিদ মেজবা, সদর উপজেলা কৃষি অফিসার নাসির উদ্দিন, পৌরসভা ট্যাগ অফিসার উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশিদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ২ হাজার কেজি চাল ২শত কর্মহীন মানুষের মাঝে বিতরন করা হয়েছে। বিতরনকালে কাউন্সিলর বলেন, যতদিন বেঁচে আছি আমার ওয়ার্ডে কেউ অনাহারে থাকবে না। সরকারের উপহার খাদ্য সামগ্রীর পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে জীবনের শেষ মহূর্ত পর্যন্ত সাধারন খেটে খাওয়া মানুষের পাশে থেকে তাদের সাহার্য সহযোগিতা করব।