কর্মহীন জেলে পরিবারকে খাদ্য সামগ্রী পৌছে দিলেন আ’লীগ নেতা মাফুজুল ইসলাম রাজ
.jpg)
কর্মহীন জেলে পরিবারকে সহায়তা দিয়েছেন বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সহ-সভাপতি মাফুজুল ইসলাম রাজ। শনিবার সদরে শেখেরকোলা ইউপির ১৬ জন জেলে কে খাদ্য সহায়তা প্রদান করেন। প্রতিদিনই খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত রেখেছেন তিনি। করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন মানুষের কাছে পৌছে দিচ্ছেন খাদ্য সহায়তা সহ নগদ অর্থ। ব্যক্তিগতভাবে ও চেম্বার অব কমার্সের পক্ষ থেকে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
করোনা ভাইরাসের প্রাদূর্ভাব দেখা দেয়ার পর থেকেই তিনি মাঠে রয়েছেন বিভিন্ন সহযোগিতা নিয়ে। জেলা আ’লীগ নেতা ও চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান মিলনের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরন করছেন তিনি। চাল, ডাল, তেল, লবন, পেয়াজ সহ নগদ ১শ টাকা দেয়া হচ্ছে খাদ্য সহায়তা হিসেবে।
শুক্রবার ও শনিবার তিনি শহরের বিভিন্ন এলাকায় রিস্কা চালক, উপশহর, শেখেরকোলায় জেলে পরিবার ও কাহালুর ৭ জন পাদুকা শ্রমিককে খাদ্য সামগ্রী প্রদান করেন। খাদ্য সহায়তা প্রয়োজন রয়েছে যেকোনভাবেই এমন খবরে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হচ্ছেন আওয়ামী লীগের এই তরুন নেতা।
মাফুজুল ইসলাম রাজ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর চেস্টা করছি। তাদের হাতে খাদ্য সহায়তা সহ ঘরে থাকার আহবান জানাচ্ছি। ব্যক্তিগতভাবে সহায়তা দেয়ার পাশাপাশি প্রয়াত জননেতা মমতাজ উদ্দিনের কনিষ্ঠ ছেলে জেলা আ’লীগ নেতা ও চেম্বার অব কমার্স সভাপতি মাসুদুর রহমান মিলনের সহযোগিতায় অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী সহ নগদ টাকা প্রদান করা হচ্ছে। খাদ্য সহায়তা প্রদান কাজ অব্যহত থাকবে বলে তিনি জানান।