বগুড়ায় ৩’শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিরতণ
বগুড়ার শেরপুরে করোনা দুযোর্গ মোকাবেলায় ধর্ম, বর্ণ, নির্বিশেষে অসহায় এবং কর্মহীন পরিবারের পাশে খাদ্যসামগ্রী নিয়ে এগিয়ে এসেছে মহাপীঠ শ্রী শ্রী মা ভবানী মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার ও শনিবার ২ দিন ব্যাপী ভিড় এড়িয়ে ৩’শ পরিবারকে মন্দির প্রাঙ্গণে এবং অসহায় মানুষদের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তারা।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং মা ভবানী মন্দির পরিচালনা উপ-কমিটির আহব্বায়ক দিলীপ কুমার দেবের ব্যবস্থাপনায় অসহায়দের মাঝে প্রথম দিন খাদ্যসামগ্রী তুলে দেন মন্দির পরিচালনা কমিটির সদস্য সচিব এবং শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পূজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার সভাপতি নিমাই ঘোষ এবং সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু, মন্দির পরিচালনা কমিটির সদস্য উত্তম ব্যানার্জি প্রমুখ।
এসময় সাধারণ মানুষকে ঘরে থেকে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে করোনার বিরুদ্ধে লড়াই করার আহব্বান জানানো হয়। সেই সাথে সরকারী সকল নির্দেশনা মেনে চলার মাধ্যমে সকলকে সর্বদা সচেতন থাকার বিষয়ে অনুরোধ জ্ঞাপন করা হয় মহাপীঠ মা ভবানী মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে।