সৈয়দপুরে আইডিইবি উদ্যোগে তিনশত কর্মহীন অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
চলমান নভেল করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে কর্মহীন, অসহায় ও দুস্থ তিনশত পরিবারের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করেছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখা।
সোমবার সৈয়দপুর শহরের সাহেবপাড়াস্থ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কার্যালয়ে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী মো. শহিদুল ইসলাম ও প্রকৌশলী মো. আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোনায়মুল হক ও তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌশলী মো. তহিদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য প্রকৌশলীরা উপস্থিত থেকে কর্মহীন মানুষের হাতে ওই খাদ্য সামগ্রী তুলে দেন।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, লবন সাবান।

অনলাইন ডেস্ক