বগুড়ায় কর্মহীন সাংস্কৃতিক শিল্পীদের পাশে চেম্বারের সভাপতি মিলন সিআইপি
বুধবার বিকেলে বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন সিআইপি’র ব্যক্তিগত অর্থায়নে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়েপড়া শিল্পীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে সাংস্কৃতিক সংগঠন বাংলার মুখ বগুড়া জেলা শাখার সভাপতি হাসিবুল হাসান মুনের নিকট খাদ্য সামগ্রী হস্তান্তর করেন।
সাংস্কৃতিক সংগঠন বাংলার মুখ সহ বগুড়ায় কর্মহীন হয়েপড়া ৫০জন সাংস্কৃতিক শিল্পীর পরিবারের জন্য খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়। খাদ্য সামগ্রী হস্তান্তরকালে বাংলার মুখ বগুড়া জেলা শাখার সহ সভাপতি মিজানুর রহমান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান আসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে বগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি বলেন, প্রধানমন্ত্রীর নিদের্শনায় বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলনের ব্যক্তিগত অর্থায়নে করোনা পরিস্থিতিতে সমাজের অসহায় কর্মহীন হয়েপড়া মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার করোনা পরিস্থিতি কর্মহীণ হয়েপড়া মানুষদের জন্য বিভিন্ন ধরণের খাদ্য সহায়তা প্রদান করছেন। সরকারের পাশাপাশি বিত্তবানদেরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।