পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিতদের মাঝে বিএসডিও’র নগদ অর্থ সহায়তা প্রদান
নওগাঁর পোরশায় গতকাল বৃহস্পতিবার সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও দলিত সম্প্রদায়ের ৪শতাধীক পরিবারে নগদ ৫শত টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) দাতা সংস্থা হেকস/ইপার এর সহায়তায় এই কর্মসূচী বাস্তবায়ন করে। উপজেলার তেঁতুলিয়া, ছাওড় ও গাঙ্গুরিয়া ইউপির ৪শতাধীক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলার বালিয়াচান্দা স্কুল মাঠে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিতদের মাঝে নগদ অর্থ সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেন গাঙ্গুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসডিও’র কর্মসূচী সমন্বয়কারী আতাউর রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক ইয়ামিন হোসেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু হেনা মোহাম্মদ ফিরোজ, মাঠ কর্মকর্তা পরেশ পাহান, জগেন পাহান ও জিল্লুর রহমান।
প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিতরা কর্মহীন হয়ে পড়ায় তাদের পারিবারিক খাদ্য নিরাপত্তার লক্ষ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান বিএসডিও’র নির্বাহী পরিচালক আব্দুর রউফ। পোরশা উপজেলার ৩টি ইউনিয়নের ১৭টি গ্রামের ৪শত জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও দলিত পরিবারকে গ্রামে গ্রামে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।