প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০ ১৫:১৩

রাজীবপুরে স্বেচ্ছাসেবকদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ

রাজীবপুর-রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
রাজীবপুরে স্বেচ্ছাসেবকদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ
করোনা ভাইরাস প্রতিরোধে রাজীবপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে সচেতনতা মূলক কার্যক্রমে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
 
শুক্রবার রাজীবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে রুহি ফাউন্ডেশন রাজীবপুর শাখার উদ্যেগে উপজেলার ৩ টি ইউনিয়নে কর্মরত প্রায় ৭০ জন স্বেচ্ছাসেবীদের মাঝে এ্যপ্রোন, মাস্ক,এবং জীবানুনাশক ছিটানোর জন্য স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
 
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম,থানা অফিসার ইনচার্জ (ওসি)গোলাম মোর্শেদ তালুকদার,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদল,বণিক সমিতির সভাপতি আব্দুস সবুর ফারুকী ও আরিফুজ্জামান প্রমুখ।
 
এদিকে বৃহস্পতিবার দিবাগত রাতে সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বরপাড়া গ্রামে অগ্নিকান্ডে শহিদুল ইসলাম নামের এক ভ্যান চালকের বসত ঘরের সবকিছু পুড়ে যায়।খবর পেয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল আলম বাদল সকালের দিকে ক্ষতিগ্রস্থ পরিবারটিকে এক বান্ডিল ঢেউটিন,এক বস্তা চাল,ডাল আলু এবং ঘর নির্মানের জন্য ৫ হাজার টাকা আর্থিক সহায়তা করেছেন।
উপরে