প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২০ ১৬:০৫

উদ্যোগ’র পক্ষ থেকে ৭০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
উদ্যোগ’র পক্ষ থেকে ৭০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শনিবার বগুড়া সদরের সাবগ্রামের কুদরতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘উদ্যোগ’র পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে কর্মহীন ও অসচ্ছল সাবগ্রাম এলাকার ৭০টি পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারী রুপ নেয়া দেশে করোনার বিস্তার রোধে সরকারি নিদের্শনা মানতে অনেক মানুষ কর্মহীন হয়েপড়েছে। শনিবার সকাল থেকে করোনা পরিস্থিতিতে কর্মহীন ও অসচ্ছলদের বাড়ি বাড়ি গিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘উদ্যোগ’র পক্ষথেকে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে। খাদ্য সামগ্রীর মধ্যে ৫ কেজি চাল, ৩ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি ডালসহ পিয়াজ, ছোলা, মুড়ি রয়েছে। এই কাজে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি "উদ্যোগ" পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করছে।

খাদ্য সামগ্রী বিতরণকালে সংগঠনের আর.এস.এম পলাশ, মিলন মিয়া, হযরত আলী, রুবেল মাহমুদ, মুকুল ইসলাম, রেশমি তাহমিনা, শ্রী পলাশ, আরিফুল ইসলাম, আজাদ, নাসিব, খোকন, হিরা, নিপ্পন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সাবগ্রাম কুদরতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন "উদ্যোগ" এর এই প্রচেষ্টা চলমান থাকবে বলে জানিয়েছেন "উদ্যোগ" পরিবার।
 

উপরে