প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২০ ১৬:০২

বগুড়ায় কর্মহীন বাউল শিল্পীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় কর্মহীন বাউল শিল্পীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মহীন বাউল শিল্পী, যাত্রা শিল্পী, নৃত্য শিল্পী, যন্ত্রশিল্পী, নাট্য শিল্পীদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে বগুড়া শহরের কাটানারপাড়ায় অর্ধশতাধিক শিল্পীদের মাঝে এই খাদ্য সহায়তা তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

এসময় রাগেবুল আহসান রিপু বলেন, করোনা ভাইরাসের কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। করোনা ভাইরাসের মোকাবেলায় সকলকে সচেতন হতে হবে। সরকারি নির্দেশনা মেনে জরুরী প্রয়োজন ছাড়া ঘরে অবস্থান করতে হবে। পরিবারের সদস্যদের সুস্থতা নিশ্চিত করতে সচেতনতার বিকল্প নেই। করোনা দূর্যোগ মোকাবেলা করতে হবে সচেতনতা দিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যতদিন ক্ষমতায় থাকবে তত দিন কেউ না খেয়ে থাকবে না। সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে উদ্যোগ গ্রহন করেছেন। আমরা চেষ্টা করছি প্রতিটি ঘরে যেন খাবার পৌঁছে যায়। তিনি, করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান। সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি সবাইকে নিয়মিত হাত ধোয়া সহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।

শিল্পিদের খাদ্য সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, সাবেক উপ দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, জেলা যুব লীগ সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, বগুড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুন কুমার চক্রবর্ত্তী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আসলাম হোসেন, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সহ সভাপতি আসাদ হোসেন, ক্যাশিয়ার রবিউল আলম অশ্রু, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, এ্যাড: আমির হোসেনসহ বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।

উপরে