প্রকাশিত : ৬ আগস্ট, ২০২০ ১৬:৫১

পোরশায় আদিবাসী নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
পোরশায় আদিবাসী নারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নওগাঁর পোরশায় স্থানীয় আদিবাসী নারীদের মাঝে আয়বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহনে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বেসরকারী সংস্থা কারিতাস রাজশাহী অঞ্চলের আদিবাসীদের স্থায়ীত্বশীলতা অর্জন (আশা) প্রকল্পের বাস্তবায়নে নগদ আর্থিক সহায়তা বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের জুনিয়র প্রগ্রাম অফিসার ফুলজেনহিউস মারান্ডী।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ডিএম রাশেদ, সংস্থার প্রগ্রাম অফিসার দিপক এক্কা, বন্ধুপাড়া মিশনের ফাদার রকি কস্তা, আশা প্রকল্পের মাঠ কর্মকর্তা বলাই মারান্ডী, সিএমএফপি প্রকল্পের মাঠ কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ। পরে ৭২জন স্থানীয় আদিবাসী নারীদের মাঝে জনপ্রতি নগদ ৬হাজার করে সর্বমোট ৪লক্ষ ৩২হাজার টাকা বিতরণ করা হয়েছে।

 

উপরে