প্রকাশিত : ৭ আগস্ট, ২০২০ ১৫:৩১

ওরাপের আয়োজনে কিশোর-কিশোরীদের পুষ্টিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ওরাপের আয়োজনে কিশোর-কিশোরীদের পুষ্টিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

অর্গানাইজেশন অব রুরাল এসোসিয়েশন ফর প্রগ্রেস (ওরাপ) এর আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে বগুড়া সদরের ইন্ডিপেনডেন্ট জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে কিশোর-কিশোরীদের পুষ্টিজ্ঞান বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

ওরাপের সভাপতি মো. হযরত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শহর সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, ইন্ডিপেনডেন্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আনিছুর রহমান।

সংস্থার নির্বাহী পরিচালক মোদাচ্ছির রহমানের সার্বিক তত্বাবধানে সেমিনারটি পরিচালনা করেন শিক্ষাবিদ জ্ঞানতাপস সাকিনা আক্তার।

সেমিনারে কিশোর-কিশোরীদের কখন কিভাবে শৈশোবকালীন খাবারের তালিকা, লক্ষণীয় বিষয় গ্রহন করতে হবে, বর্জন করতে হবে অথবা কম ক্ষেতে হবে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

উপরে