প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০ ১৫:৩৪

সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়

হিলি (দিনাজপুর)
সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়
পুলিশ সদস্যদ্বারা অযথা সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, থানার নবাগত ওসি ফেরদৌস ওয়াহিদের সাথে দিনাজপুরের হাকিমপুর প্রেসক্লাবের সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় কালে একথা বলেন প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন।
 
মঙ্গলবার রাত ৮টায় হাকিমপুর প্রেসক্লাবে উক্ত ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারা হোসেন বুলুর সভাপতিত্বে সকল সাংবাদিকদের সাথে হাকিমপুর থানার নবাগত অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
এসময় নবাগত ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, আমি নতুন এসেছি, আমার একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ আনা সম্ভব নই। আপনাদের সহোযোগিতা আমার একান্ত কাম্য। আপনাদের সহোযোগিতায় আমি এগিয়ে যাবো। 
 
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও করতোয়া পত্রিকার হিলি প্রতিনিধি ডাঃ আলতাফ হোসেন, সহসভাপতি রবিউল ইসলাম সুইট, বাংলাভিশন টিভি'র হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির,যায়যায়দিন পত্রিকার রমান বসাক, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেম উদ্দিন,
উপরে