বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের নানা আয়োজন
বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট ও বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ এর যৌথ আয়োজনে শনিবার নানা আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে পবিত্র গ্রন্থ থেকে বাইবেল পাঠ, আত্মার প্রতি শ্রদ্ধা কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন, বিষয় ভিত্তিক আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বগুড়া ওয়াইএমসিএ’র সভাপতি ডাক্তার মিসেস রিটা মন্ডল এর সভাপতিত্বে মূখ্য স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা এ্যাড. বার্নাড তমাল মন্ডল।
তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী শ্রদ্ধাভরে স্মরণ করছি। যে মহান ব্যক্তিত্বের জন্ম না হলে আমরা লাল-সবুজের বাংলাদেশ নামক স্বাধীন ভূ-খন্ড পেতাম না। তিনি ছিলেন একজন সফল মহানায়ক। ১৫ই আগস্টে তাকে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা, বাঙালি জাতিকে হত্যা করা। তাকে হত্যার মধ্যদিয়ে ইতিহাসে এক কালো কালিমার অধ্যায়ের সূচনা হয়েছিল। আমাদের ভবিষ্যত প্রজন্মের মাঝে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর বাঙালি জাতি ও বাংলা ভাষার প্রতি ছিল অম্লান ভালবাসা। অন্যান্যের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সংস্থার সহসভাাপতি মিস্টার বুলবুল ব্যাপারি জর্জেট, সংস্থার নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি, বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ প্রকৌশলী ভিভিয়ান রিওন মারান্ডিসহ প্রমুখ।
শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আশের মাইকেল বেসরা পবিত্র গ্রন্থ থেকে বাইবেল পাঠ ও প্রারম্ভিক প্রার্থনা করেন।