বিরমাপুরে ওয়ার্ল্ড ভিশনের নগদ অর্থ বিতরণ

দিনাজপুরের বিরামপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরমাপুর এপি উদ্যেগে করোনা কালিন সময়ে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা হিসাবে মোবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে ৬ শ ৮৫ জনকে ৩ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে করোনা সংক্রামক প্রতিরোধে মা, শিশু স্বাস্থ্য সুরক্ষা ও পরিবারকে সুরক্ষার বিষয়ে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল সরকার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দিনাজপুর সাংবাদিক কল্যান ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন, বিরামপুর প্রেস কাবের সভাপতি/সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর আলম প্রভাশক মশিহুর রহমান, এপি কাস্টার এরিয়া ম্যানেজার কাজল ঢ্রং ওয়ার্ল্ড ভিশন বিরামপুর এপি ম্যানেজার নরেশ মারান্ডী।