পঞ্চগড়ের বোদায় দশটি পরিবারকে হাঁস উপহার
পঞ্চগড়ের বোদায় বলরামহাটে অবস্থিত হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের নিজস্ব ক্যাম্পাসে গতকাল রবিবার দশটি পরিবারকে খাঁকি ক্যাম্বেল জাতের হাঁস উপহার দিলো ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার।
করোনার থাবায় বিপর্যস্থ জন জীবন। করোনাকালের প্রথম থেকেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি করছে যুব সংগঠনটি। ২১ হাজার সবজির চারা উৎপাদন করে গ্রামে গ্রামে ভ্যানে করেও তারা মানুষকে দিয়েছে যাতে নিজেরা সবজি উৎপাদন করে নিজেদের পুষ্টি ও খাদ্য চাহিদা খানিকটা মেটাতে পারে। এরই ধারাবাহিকতায় এবার দশটি পরিবারকে হাঁস উপহার দিলো সংগঠনটি যাতে এই হাঁসগুলোর দেয়া ডিম থেকে নিজেদের পুষ্টি চাহিদা মেটাতে পারে, বিক্রি করতে পারে এবং ভবিষ্যতে অধিক হাঁস পালন করতে পারে।
পরিবারগুলোকে উপহারের হাঁস তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বোদা পঞ্চগড়ের প্রোগ্রাম অফিসার (ম্যানেজমেন্ট) সিজুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মালেকা বেগম, একাউন্টস অফিসার অনিল চন্দ্র শর্মা, ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার বোদা পঞ্চগড়ের সভাপতি রাসেল ইসলাম, সাধারণ সম্পাদক মোনালিসা আক্তার আইরিন, সদস্য মিতু রাণী, লিয়া আক্তার, পবিরুল ইসলাম, চয়ন বর্মন।