বগুড়া পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে বৃক্ষরোপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদ্যাপন উপলক্ষে দেশব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির আওতায় পানি সম্পদ মন্ত্রনালয় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়া জেলা এর আয়োজনে বৃস্পতিবার সকালে সদরের শাখারিয়া ইউপির সামুঞ্জা রেগুলেটর (সুইচ গেট) বাঁধে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া পানি উন্নয়ন বোর্ডের পওর সাকেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: তারিক আবদুল্লা আলফায়াজ, নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান, পানি সম্পদ মন্ত্রনালয় সিনিয়র সহকারী সচিব মো: এহেতেশাম রেজা, বগুড়া অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট সালাউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ।
বগুড়া জেলায় ৫২০০ টি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ পর্যায়ক্রমে রোপন করা হবে। এর মধ্যে ফলজ বৃক্ষ রয়েছে ২৯০০, বনজ চারা ২০০০ এবং ঔষধি গাছের চারা রয়েছে ৩০০ টি।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম, হুমায়ন কবির, মো: আব্দুর রহমান তাযকিয়া, উপ-সহকারী প্রকৌশলী মো: হামানুজ্জামান হাসান, আছাদুল হক, আবুল বাশার, গোলাম মোস্তফা, আহসান হাবীব, ওয়মিয়া তানভির, লিটন আলী, বৃক্ষরোপন কর্মসূচির ঠিকাদার ইসলাম জাহেদ, সার্বিক সহযোগিতায় নজরুল ইসলাম, মেহেদী হাসান, নুর ইসলাম, সাফকাত রেজা প্রমুখ। বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন শেষে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোআ ও মোনাজাত করেন মাও: ইয়াকুব আলী।