প্রকাশিত : ১ অক্টোবর, ২০২০ ১৫:২৭

সাপাহারে বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে প্রশিক্ষণ

সাপাহার(নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে প্রশিক্ষণ

নওগাঁর সাপাহারে বাল্য বিবাহ নিরোধ আইন অবহিতকরণ ও মাদক প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বাস্তবায়নকারী সংস্থা উপজেলা নির্বাহী অফিস, সহযোগিতায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প,স্থানীয় সরকার ও জাইকা বৃহস্পতিবার বেলা ১১টায় সদর ইউনিয়ন পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন,ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আল মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আকবর আলী প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মসজিদের ইমাম,মন্দিরের পুরোহিত, সমাজসেবক,নারী নেত্রী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

উপরে