জাগো ফাউন্ডেশনের ‘আপনার মাস্ক কোথায়?’ ক্যাম্পেইন অনুষ্ঠিত
সারাদেশের মানুষকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে এবং সঠিক নিয়মে মাস্ক পরতে “আপনার মাস্ক কোথায়?” শীর্ষক ক্যাম্পেইন করেছে জাগো ফাউন্ডেশন ও ভলেন্টিয়ার ফর বাংলাদেশ। সারা দেশের মানুষকে মাস্ক পরা নিয়ে সচেতন করাই ছিল মূল লক্ষ্য এই ক্যাম্পেইনের।
সারা দেশব্যাপী ভলান্টিয়াররা তাদের নিজ নিজ জেলা থেকে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালায়। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, এই আটটি বিভাগ থেকে ৬০০০ হাজার ভলান্টিয়ার অংশগ্রহণ করে। মাস্ক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এই ক্যাম্পেইনটির উদ্বোধন করেন বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্রিকেটার জনাব তাসকিন আহমেদ। তিনি বলেন, মাস্ক সচেতনতার ক্যাম্পেইনটি অত্যন্ত সময়োপযোগী।
জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক করভী রাকসান্দ বলেন, আমাদের এই মাস্ক ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সারা দেশের মানুষকে মাস্ক পরতে উৎসাহিত এবং সঠিক নিয়মে মাস্ক পরতে সচেতন করার চেষ্টা করেছি।