পোরশায় সাংবাদিক ইসমাইলের জন্মদিন উদযাপন
অনলাইন ডেস্ক
নওগাঁর পোরশায় দৈনিক আলোকিত সকাল পত্রিকার সাংবাদিক ও পোরশা উপজেলা মডেল প্রেসক্লাবের কোষাধক্ষ্য সাংবাদিক ইসমাইল হোসেনের ৪৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
বুধবার রাতে উপজেলা মডেল প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক ইসমাইল হোসেনের উপস্থিতিতে উপজেলার সারাইগাছী বাজারের কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কেক কাটা হয়। পরে উপজেলা মডেল প্রেসকাবের সভাপতি আমিনুল ইসলাম রাজুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক ডিএম রাশেদ প্রমুখ।
এসময় কাতিপুর কালিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক শাহ্, মডেল প্রেসকাবের সাংগঠনিক সম্পাদক নাইম উদ্দীন, সহ সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।