প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২১ ১৩:২৬

বগুড়ায় বেদেপল্লীর ভাসমান মানুষদের আহার করালো মুক্ততারা সোসাইটি

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় বেদেপল্লীর ভাসমান মানুষদের আহার করালো মুক্ততারা সোসাইটি

বগুড়া শহরের মাটিডালি ২য় বাইবাস সড়কের পাশে অস্থায়ীভাবে থাকা বেদেপল্লীতে শুক্রবার দুপুরে প্রায় শতাধিক ভাসমান মানুষের মুখে একবেলার আহার তুলে দিয়েছে অরাজনৈতিক সংগঠন মুক্ততারা সোসাইটির একঝাঁক তরুণ সেচ্ছাসেবী।

সংগঠনটির প্রতিষ্ঠাতা নাফিউর রহমানের ব্যবস্থাপনায় সম্পূর্ণ সেচ্ছাশ্রমের মাধ্যমে বেদেপল্লীর ছোট ছোট শিশু থেকে বৃদ্ধ সকলের জন্যে তারা ব্যবস্থা করেছিল ভাল মানের খাবার যেন তারা সকলে পেট ভরে খেতে পারে। শুধু বেদেপল্লীতেই না বিকেল থেকে রাত পর্যন্ত শহরে ঘুরে ঘুরে মুক্ততারা সোসাইটির সেচ্ছাসেবীরা সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও বিতরণ করেছে এই খাবার।

শুক্রবারের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সেচ্ছাসেবীবৃন্দ যথাক্রমে হাসিবুল হাসান বিপু, ফারিহা তামান্না, আল-আমিন, মোশারফ হোসেন, সাকিব, আহনাফ, জনি, মিথুন, শাকিল, আদিবা প্রমুখ। কিছুদিন আগেও এই সংগঠন বেদেপল্লীর শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেছে ভাল মানের কম্বল। ‘মানুষ তো মানুষের জন্যে’ এই স্লোগানে সংগঠনটি এখন পর্যন্ত প্রায় ১৬টি ইভেন্ট সম্পন্ন করেছে যার প্রত্যেকটি ছিল মানবিক কার্যক্রম।

 

উপরে