সন্ত্রাসী সামসাদকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবী জেইউবি'র
প্রেস বিজ্ঞপ্তি
সাংবাদিক ইউনিয়ন বগুড়া র সিনিয়র সদস্য ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার ইকবাল মোর্শেদ রিপনকে বগুড়া শহরের চিহ্নিত সন্ত্রাসী সামসাদ অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রান নাশের হুমকী দিয়েছে। সন্ত্রাসী সামসাদ মোবাইল ফোনে এবং বাড়িতে গিয়ে সাংবাদিক ইকবাল মোর্শেদ রিপনকে হুমকী দেয়। সন্ত্রাসী সামসাদ এর আগেও বগুড়ায় কর্মরত একজন সাংবাদিককে হুমকী দিয়েছিলেন। সন্ত্রাসী সামসাদের নামে সাংবাদিক ইকবাল মোর্শেদ রিপন বগুড়া সদর থানায় জিডি করেছেন।জিডি নং ৩৬,তারিখ-০১-০৪-২১।
সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা ও সাধারন সম্পাদক গনেশ দাস এক বিবৃতিতে এ ঘটনায তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসী সামসাদকে গ্রেফতার করতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।