শিবগঞ্জে সমাজ সেবা অধিদফতরের আয়োজনে আর্থিক সহায়তা প্রদান
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শিবগঞ্জে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনী ও লিভার সিরোসিস, স্ট্রোক প্যারালাইজড, জন্মহত হৃদ রোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদেরকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা হলরুমে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব ফিরোজ আহমেদ রিজু। উপজেলা সমাজ সেবা অফিসার ছামিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব রিজ্জাকুল ইসলাম রাজু। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।