প্রকাশিত : ১১ মে, ২০২১ ১৭:০১

আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেলে সংস্থার অস্থায়ী কার্যালয়ে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত ঈদ সামগ্রী বিতরণ করেন সংস্থার সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক শাহানা খাতুন মুন্নী।

বিতরণকালে তিনি বলেন, সমাজের অবহেলিত মানুষকে জনসম্পদে পরিণত করাই হচ্ছে এ সংস্থার মূল উদ্দেশ্য। সমগ্র মানবজাতিই পরস্পর আত্মার নিবিড় বন্ধনে আবদ্ধ। সবাই মিলে সুখ দুঃখ ভাগাভাগি করে আত্মীয়তার বন্ধনে একত্রে থাকার মধ্যেই প্রকৃত সুখ নিহিত এ মানসিকতা নিয়ে এগোতে পারলেই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলো ফিরে পাবে তাদের অস্তিত্ব।

‘জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর’ অর্থাৎ মানবসেবার চেয়ে বড় ধর্ম আর নেই। মানুষের সবকটি মহৎ গুণাবলির মধ্যে সেবাব্রত অন্যতম। যারা বিত্তবান তাঁরা দীন-দুঃখীর কেশ মোচনে প্রভূত অর্থব্যয় করতে পারেন। যাদের সে সামর্থ্য নেই তাঁরা তাদের সাধ্যমত শ্রম দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, সান্তনা দিয়ে হোক, অপরের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারলে তবেই জীবনের সার্থকতা। ব্যক্তিগত প্রচেষ্টার চেয়ে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব বেশি।

এসময় উপস্থিত ছিলেন সংস্থার ট্রেজারার আন্দালিবুর রহমানসহ প্রমুখ।

 

উপরে