প্রকাশিত : ১২ মে, ২০২১ ১৬:৩৭

বগুড়ায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়ায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বগুড়ায় দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের সাতমাথা এলাকায় ওয়ার্ল্ডভিউ বিল্ডার্স লিমিটেড ও সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান খায়রুল আলম লাখিনের নিজস্ব উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্রাচার্য শংকর, বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুর রশিদ শাহিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব আলম মামুন, খায়রুল বাসার, ফরহাদ চৌধুরী, রাকিব হোসেন, কায়ছার উল আলম, আপন, মাহিন, মিতু, আয়শা আক্তার রিয়া, সুমনা, সাগর, পিংকি, ফারজানা সাফরিন প্রমুখ।

প্রতিষ্ঠানদ্বয়ের চেয়ারম্যান খায়রুল আলম লাখিন বলেন, নিরানন্দ থেকে কেহই যেন ঈদ উদযাপন না করে এজন্যই সিয়াম সাধনার মাসে মাসব্যাপি বগুড়া শহরের বিভিন্ন ওয়ার্ডে এ ধরনের বিতরণ চলমান রেখেছি। ধনবানদের জন্য শুধুমাত্র ঈদ আনন্দ নয়, ঈদের আনন্দ সবার জন্য। ঈদের আনন্দ ভাগাভাগি করার ক্ষেত্রে কোন ধরনের বৈষম্য যেন না হয় এজন্য বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

উপরে