বগুড়ায় খোশজান আলী ইকরা সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
উৎসাহ-উদ্দিপনা ও অনুপ্রেরণা প্রতিটি মানুষের সফলতার সোপানে পৌছার একটা ক্ষেত্র। সফলতাকে মুল্যায়ন করা হলে তাঁর স্পৃহা জাগরিত হয়। বিশেষ করে সমাজের সর্বস্তরের মানুষেরই প্রত্যাশার জায়গা সঠিকভাবে তাকে মুল্যায়ন করা। শিক্ষার মুল স্রোতধারায় সম্পৃক্ত শিক্ষার্থীদের এগিয়ে নেয়া সহজ হলেও সমাজের অবহেলিত নিরক্ষর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে অনেক খড়-কুটো পোহাতে হয়। পাশাপাশি পড়াশুনায় মনোযোগী করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার বগুড়ার সুলতানগঞ্জ পাড়া খোশজান আলী ইকরা সেন্টার মূল কেন্দ্রে শিক্ষক-শিক্ষিকা, নানা বয়সী শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি প্রতিষ্ঠানের প্রধান পৃষ্টপোষক আলহাজ্ব ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আকবরিয়া লিমিটেড এর চেয়ারম্যান হাসান আলী আলাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এ সরকার উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম, বয়স্ক শিক্ষাসহ বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে শুধুমাত্র নিরক্ষরমুক্ত জাতি গঠনের জন্য। সরকারের পাশাপাশি আমাদের উচিৎ এ ধরনের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা । শিক্ষানুরাগী আলহাজ্ব ছিদ্দিকুর রহমান নিজস্ব উদ্যোগে স্ব-অর্থায়নে খোশজান আলী ইকরা সেন্টার মূল কেন্দ্র দ্বারা উত্তরাঞ্চলে বিভিন্ন জেলায় অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন যা অবহেলিত সকল বয়সের নারী-পুরুষদের নৈতিক শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজী ও ধর্মীয় শিক্ষায় ব্যাপক ভূমিকা রাখছে। তাঁর এ ধরনের উদ্যোগ অবশ্যই মহৎ ও প্রশাংসার দাবী রাখে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন নুরু, মোস্তফাবিয়া সরকারি আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়খ নজরুল ইসলাম, কারী মো. নুরুল ইসলাম, মো. ফরিদুল ইসলাম, হাফেজ মাওঃ মো. হারুনুর রশিদ, মাওঃ মো. আতিকুর রহমানসহ প্রমুখ।
শেষে প্রধান অতিথি সামাজিক দুরত্ব বজায় রেখে ৪’শতাধিক শিক্ষার্থীদের কোরআন শরীফ, ৩ সহ¯্রাধিক ছাত্র-ছাত্রীগের শিক্ষা সহায়ক উপরকণ ও মুল্যায়নের ভিত্তিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে পুরস্কার তুলে দেন।