বগুড়ার শেরপুরে ক্যারাম প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
_NEWS-23.05_.2021_.jpg)
বগুড়ার শেরপুর উপজেলায় ‘নূপুর ঘোষ’ স্মৃতি সংসদের ক্যারাম প্রতিযোগিতায় ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার রাত অনুমান আটটায় পৌরশহরের সকাল বাজারস্থ সংগঠনের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাংবাদিক নিমাই ঘোষের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম, সংরক্ষিত নারী কাউন্সিলর করুনা রানী।
এছাড়া অন্যদের মধ্যে সমাজসেবক ডা. অরুনাংশু ম-ল, শিক্ষক সাইফুল ইসলাম নিপু, বিএনপি নেতা অশোক কুমার কু-ু, হিন্দু ধর্মীয় নেতা ভোলা তাম্বুলী প্রমুখ বক্তব্য রাখেন।
নূপুর ঘোষ স্মৃতি সংসদ আয়োজিত এই ক্যারাম প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে চারটি দল ও সিনিয়র গ্রুপে আটটি দল অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র জানে আলম খোকাসহ আমন্ত্রিত অতিথিরা টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলনেতার হাতের পুরস্কার তুলে দেন।