এপেক্স ক্লাব অব সৈয়দপুরের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত
এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুল হল রুমে ওই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর ২০২১ সালের জাতীয় সভাপতি এপেক্সিয়ান ভুবন লাল ভারতী।
এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর ২০২০ সালের সভাপতি এপেক্সিয়ান নুর ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর ২০২১ সালের সহসভাপতি রুহুল মঈন চৌধুরী, এপেক্সিয়ান নাসিম আহমেদ, এস. এম. মিথুন কার্নায়েন,এপেক্সিয়ান শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।
এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর ২০২১ সালের কমিটির নবনির্বাচিত হলেন এপেক্সিয়ান রওনক জাহান প্রেসিডেন্ট, এপেক্সিয়ান কুতুব উদ্দিন আলো ডিএনএ এবং এপেক্সিয়ান মো. শাবাহাত আলী সাব্বু সার্ভিস ডিরেক্টর।
শপথ অনুষ্ঠান ৩ জন মেধাবী শিক্ষার্থীকে এপেক্স ক্লাব অব সৈয়দপুর এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান হয়। অনুদানপ্রাপ্তরা হলেন সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষার্থী সাজিয়া খাতুন, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাসলিমা, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী মো. শাহনেওয়াজ।
এছাড়াও বিধবা জয়বুন নেছাকে একটি স্যালাইমেশিন প্রদান করা হয়েছে।