প্রকাশিত : ১ অক্টোবর, ২০২১ ১৯:১১

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের ২০২১-২০২২ মেয়াদের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে রংপুরের অন্যতম বিনোদন স্পট ভিন্নজগতের ড্রিম প্যালেসের অডিটোরিয়ামে ওই বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশ এর জেলা  গভর্ণর লায়ন জালাল আহমেদ এমজেএফ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশ এর  প্রাক্তণ জেলা গভর্ণর লায়ন কামরুন নাহার পিএমজেএফ।

সম্মানিত অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশ এর  ১ম ভাইস জেলা গভর্ণর লায়ন ইঞ্জিনিয়ার মো. আব্দুল ওহাব  এবং ২য় জেলা গভর্ণর বশিরউল্ল্যাহ পিএমজেএফ। দুই পর্বে আয়োজিত এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের এর সভাপতি সহকারি অধ্যাপক লায়ন মো. ফারুক আহম্মদ এবং দ্বিতীয় পর্বে নবনির্বাচিত সভাপতি মো. আতাহার হোসেন বাদশা সভাপতিত্ব  করেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াৎ করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক লায়ন মো. জহুরুল ইসলাম মীর।
পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর লায়ন সদস্যদের আনুগত্যের শপথবাক্য পাঠ করানো হয়েছে। আনুগত্যের শপথবাক্য পাঠ করান লায়ন মো. আব্দুল লতিফ।  পরে অনুষ্ঠানে গভর্ণরের সফরসঙ্গী হিসেবে আগত অতিথিদের পরিচয় করেন দেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন কেবিনেট সেক্রেটারি লায়ন মহসিন ইমাম চৌধুরী। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন রিজিয়ন চেয়ারপার্সন অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন  (হেড কোয়ার্টার) লায়ন সাংবাদিক আমিনুল হক। পরে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এবং লিও ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। শপথবাক্য পাঠ করান লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর লায়ন জালাল আহমেদ এমজেএফ। এরপর  জেলা গভর্ণর লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর নব নির্বাচিত সভাপতি লায়ন মো. আতাহার হোসেন বাদশার হাতে গ্যাংবেল হস্তান্তর করেন জেলা গভর্ণর। 

অভিষেক অনুষ্ঠানে অতিথি হিসেবে জোন চেয়ারপার্সন (ক্লাবস্) লায়ন মো. মোজাফফর আলী মিলন, রিজিয়ন কো -অর্ডিনেটর লায়ন মো. এনামুল হক সোহেল, রিজিয়ন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) ও কনভেশন চেয়ারপার্সন লায়ন ইমরান ফারুক মঈন, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশ এর কেবিনেট সেক্রেটারি লায়ন মহসিন ইমাম চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন (ক্লাবস্) লায়ন আব্দুল মান্নান লিও ক্লাবের সভাপতিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পুরো অভিষেক অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রভাষক লায়ন ফারজানা খানম, প্রভাষক লায়ন নাহিদ নাজনিন ও সিনিয়র সহকারী শিক্ষক  লায়ন মো. রেজাউল হক।

আর এর আগে  অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের অভ্যর্থনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা  নৃত্য ও সংগীত পরিবেশন  করেন। এর আগে সকালে “ ভালোাবসি দেশকে, সেবা করি মানুষকে ” লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণর এর ডাকের ওপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভিন্নজগতের প্রধান ফটক থেকে শুরু হয়ে ড্রিম প্যালেস চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে একটি নারিকেল গাছের চারা রোপন করেন জেলা গভর্ণর।  একই অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের পক্ষ থেকে তিনজন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।   সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে দেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা  গভর্ণর লায়ন জালাল আহমেদ।  এছাড়াও  অনুষ্ঠানে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন( হেড কোয়ার্টার) লায়ন সাংবাদিক আমিনুল হকের লেখা  “গ্রামীণ সাংবাদিকতা ও সৈয়দপুরের মুক্তিযুদ্ধ” গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।  লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা  গভর্ণর লায়ন জালাল আহমেদ এ মোড়ক উন্মোচন করেন। 

 

উপরে