প্রকাশিত : ৫ অক্টোবর, ২০২১ ১৭:২৮

আত্মকেন্দ্রিকতার বলয় থেকে বেরিয়ে আসা মানব জীবনের সার্থকতা: লাখিন

প্রেস বিজ্ঞপ্তি
আত্মকেন্দ্রিকতার বলয় থেকে বেরিয়ে আসা মানব জীবনের সার্থকতা: লাখিন

ওয়ার্ল্ড ভিউ বিল্ডার্স লিমিটেড ও সবুজ স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান খায়রুল আলম লাখিন বলেছেন, ‘অন্ন হীনে অন্নদান, বস্ত্র বস্ত্রহীনে স্বার্থ শূণ্য হয় যদি এ দান স্বর্গের দেবতা নহে দাতার সমান’ সকলের সঙ্গে মিলে মিশে জীবন-ধারন এবং সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানোর মধ্যেই জীবনের যথার্থ সার্থকতা নিহিত। নিজের স্বার্থের জন্য কেবল জীবন নয় বরং আত্মকেন্দ্রিকতার বলয় থেকে বেরিয়ে এসে বৃহত্তর মানব সমাজের সঙ্গে গভীর যোগসূত্র রচনাতেই মানব জীবনের সার্থকতা। ‘জীবের প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ^র’। জনসেবা প্রত্যেক মানুষেরই হৃদয়বৃত্তি। এ হৃদয়বৃত্তির জাগরনই মনুষ্যতের পরিচায়ক। মানুষের জীবনে যদি মহৎ সেবা ব্রতের পূর্ণদিক্ষা থাকে যদি দিকে দিকে ছড়িয়ে পড়ে সেই মহাপ্রানতা অঙ্গিকার তবেই এই ধুলার ধরনীতে একদিন প্রেম ও ভালোবাসার দেবতার হবে অভিষেক।

মঙ্গলবার দুপুরে বগুড়া পৌর এলাকার উত্তর চেলোপাড়ায় ৬নং ওয়ার্ডে সবুজ স্বপ্ন শিক্ষালয়ের শিক্ষার্থীদের নতুন পোশাক বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজসেবক নূরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিয়া খাতুন নেহা, ফয়সাল হোসেন, রাবিব, বারিউল, সিউল, তামিম, তাসিব, রাহুল, তিথি, জুই, ফুল, সুমাইয়াসহ প্রমুখ।

 

উপরে