সংসদে বিরোধীদলীয় নেতা রওশন, জাপার চেয়ারম্যান জিএম কাদের

সমাধান হয়েছে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতার পদ নিয়ে চলমান সঙ্কটের। রওশন এরশাদ হচ্ছেন বিরোধীদলীয় নেতা আর জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
আজ রোববার সকালে দলের বনানী কার্যালয়ে এক ব্রিফিং এ জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এ তথ্য জানান।
এর আগে গতকাল শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে রওশন ও জিএম কাদেরের পক্ষের নেতারা দীর্ঘ বৈঠক করেন। সে বৈঠক সূত্রে রাতেই খবর পাওয়া যায়, সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে বিরোধী নেতা হচ্ছেন বেগম রওশন এরশাদ। আর আগামী কাউন্সিল পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন জিএম কাদের।
তবে, রংপুর-৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী দেয়ার বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান রাঙ্গা।
সংশ্লিষ্ট সংবাদ: রংপুর, জাপা
১৪ মে, ২০১৯
৪ জুলাই, ২০১৯
২৫ ডিসেম্বর, ২০১৯
২৫ ফেব্রুয়ারী, ২০২০