জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভা পিছিয়ে শনিবার

জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভা পূর্বনির্ধারিত ২০ ডিসেম্বরের (শুক্রবার) বদলে ২১ ডিসেম্বর (শনিবার) বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বনির্ধারিত ২০ ডিসেম্বর (শুক্রবার) জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভার তারিখ পরিবর্তন করে ২১ ডিসেম্বর (শনিবার) বেলা ১১টায় নির্ধারণ করা হয়েছে।
জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি ২১ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।