তাবিথ-ইশরাকের সমর্থনে মাঠে থাকার ঘোষণা ঐক্যফ্রন্টের

ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপির দুই প্রার্থীকে সমর্থনের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। একইসঙ্গে নির্বাচনে জোটভুক্ত দলগুলোর পক্ষ থেকে দুই প্রার্থীর পক্ষে মাঠে থাকার ঘোষণা দেওয়া হয়েছে।
আজ বুধবার মতিঝিলে ড. কামাল হোসেনের কাছে দোয়া চাইতে যান ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। এসময় তাঁদের প্রতি জোটের আনুষ্ঠানিক সমর্থনের ঘোষণা দেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ এই নেতা।
ড. কামাল বলেন, সিটি নির্বাচনে আমরা বিএনপির দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে সমর্থন জানাচ্ছি। তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো এই নির্বাচনেও নির্লজ্জভাবে ভোট ম্যানিপুলেট করার চেষ্টা করলে আন্দোলন ছাড়া আর কোনো উপায় থাকবে না আমাদের সামনে। তিনি তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনের পক্ষে নির্বাচনের মাঠে থাকার জন্য দল ও জোটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ ঐক্যফ্রন্টের শরিক দলগুলোর শীর্ষ নেতারা এসময় উপস্থিত ছিলেন।