বগুড়ার যুবলীগ নেতা জুয়েলের মৃত্যুতে শোক
বগুড়া জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সমাজাক্যলাণ সম্পাদক মঞ্জুরুল আলম জুয়েল জায়দার (৪২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
শুক্রবার সকাল পৌনে ৮টায় বগুড়া সদর রফাত উল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন) । বাদ আসর জেলার শাজাহানপুর উপজেলার হেলেঞ্চাপাড়ায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু সহ সকল ইউনিটের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।